"ঘুচে যাক নাফের কলঙ্ক” ওমর ফারুক রিয়াদ|
বহমান ‘তটিনী’ অবিরত সহস্র সৃতি নিয়ে
শহর-অটেল গড়েছে হেথায় ‘নাফ’আখ্যা জঁড়িয়ে।
পূর্বতটে ভিন্ন এক দেশ দক্ষিণে প্রবাহ জলধারা,
পশ্চিমেতে বঙ্গো-গিরি তারি মাঝে সবুজ-শ্যামল ঘেরা।
দরিয়ার কূলের গাঁও এক ‘শাহ্পরী’যার দুহিতা
লহরী মাঝে লুঁকিয়ে আছে ‘মাথিন-ধিরাজের’ অমর প্রেম পাতা।
আরো আছে তার বিগ্রহে দ্যুলোক ‘জিন্ জিরা ‘
সিন্ধু মাঝে দাঁড়িয়ে আছে কেয়ার নিসিন্দ্যার হিরা’।
তার কায় ছড়ে কত নাভীক দূর পাতারে যায়
যার বুক ছিড়ে শত আগন্তুক আনন্দ কুঁড়ায়।
মাতৃকা রক্ষায় সীমানায় প্রাচীর হয়ে রয় দাঁড়িয়ে
প্রাচারী-মাদকের যত কালি গা জড়িয়ে
কাল পেরিয়ে অবয়বে ভেসে আছে কত মানবতা
তবু্ও কেন দিবা-নীশি তাঁর নিন্দার কাটা?
অতই দিয়ে গ্লানি মূচেনা অভিশপ্ত সেই নাম
যার ললাটে লেগে আছে প্রচারির গ্রাত্রের ঘ্রাণ।
হায়!
আজও কেহ বুঝেনা তোমার মর্ম কথা
উদিত হওক নবদিগন্ত!
ঘুচে যাক ‘নাফের’ কলঙ্কের ব্যাথা।
লেখক:-ওমর ফারুক রিয়াদ, পিতা,জালাল আহমেদ ,মাতা, মরিয়ম খাতুন।
গ্রামঃ বনিয়া, বাহার ছড়া, টেকনাফ, কক্সবাজার।
ইমেইলঃ-omarfaruqriyad5551@gmail.com /ফেসবুকঃ Omarfaruq Riyad@gmail.com/ Mobail: 01876000057,
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com