"বৃষ্টির দিনে"
(এ কে এম, কামাল হোছাইন)
~~~~~~~~~~~~~~~~~~~~~~
বৃষ্টির দিনে, আনমনে দাঁড়িয়ে আছি-
জানালার পাশে,
হাজারো স্মৃতি লুকিয়ে আছে এই বৃষ্টি
প্রবাহের মাঝে।
বৃষ্টির দিনে, আম- কুড়ানো কত যে
ছিলো আনন্দ,
গাঁয়ের মধুমাখা সেই দিনগুলো আজ
রুপকথার গল্প।
বৃষ্টির দিনে, শিউরে ওঠে দুরন্ত-পনার
সুস্বর শৈশব,
সারাদিন বৃষ্টিতে ভিজে ঘরে ফেরা হয়
সন্ধ্যা- বেলায়।
বৃষ্টির দিনে, শিউরে ওঠে মাছ শিকারের
বিচিত্র কথা,
সন্ধ্যা- বেলায় ঘরে ফিরে মায়ের মুখে
বকাবকি শুনা।
বৃষ্টির দিনে, রাখাল হয়ে সারাদিন মাঠে
ফসল ফলানো,
বাবা'র সাথে স্মৃতি বিজড়িত সেই দিন
হবেনা আর দেখা।
বৃষ্টির দিনে, গাঁয়ের চারদিকে খাল-বিলে
থৈথৈ পানি,
কাপড় বইপত্র ভিজে পাঠশালা যাওয়া
বিলম্ব করে।
বৃষ্টির দিনে, দুরন্ত- শৈশবের দিনগুলো
আজও নয়নে ভাসে,
গাঁয়ের সবাই হাতে- হাত মিলিয়ে ধরে
রাখি মোদের ঐতিহ্য।
_____________________________
তারিখঃ- ১৮/০৫/২০২০ ইংরেজী
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com