নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
হ্নীলা ইউনিয়ন রংগীখালী ৭নং ওয়ার্ডের মৃত সোলতান আহাম্মদের পুত্র আবুল হাশেমের বাড়ি ও দোকান লুটের অভিযোগ উঠেছে। আবুল হাশেম জানায়, গত ২০মে ২০২০ইং সেহেরি খাওয়ার সময় একিই এলাকার মৃত ছৈয়দ আহাম্মদের পুত্র নুর মোহাম্মদ গ্যং কর্তৃক আমার গ্রামের দোকান লুটকরে নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে তাদের দোকান লুটের বাধা দিলে গেলে উল্টো আমাদেরকে আক্রমন করেন।যাতে করে আমার বড়ি ঘর ভাংচুর, দোকান লুট, বাড়িতে জমাকৃত টাকা,স্বর্ন সহ সকল কিছু আমাদের কে মারধর করে নিয়ে যায়। এ বিষয়ে আবুল হাশেম টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ ও করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নুর মোহাম্মদ গ্যং রা আমার বাড়ি থেকে দুই ভরি বার আনা স্বর্ন,দোকান থেকে বিশ হাজার টাকা, বাড়িতে জমাকৃত ১৬০হাজার টাকা নিয়ে যায়। আমি উক্ত ঘটনার যথ যত বিচার দাবি কামনা করছি। এ বিষয়ে অভিযোক্ত নুর মোহাম্মদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা দু জন বিয়ায় সম্পর্ক আমাদের মধ্য কোন ঘটনা হয়নি। নারী সংক্রান্ত একটি ঘটনা কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটি ভোল বুঝাবুঝির কারণে তিনি তিলকে তালে পরিনত করছেন।আমি যথাযথ তদন্ত পুর্বক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচার দাবি করছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com