[প্রয়াত, শ্রদ্ধেয় ছলাহ উদ্দিন স্যারের স্মরণে ]
নাফের তীরে জন্ম তোমার!
তুমি ছিলে সদা হাস্যজ্জল,
তোমার লেখায় পেত মুক্তি
সমাজের অবহেলিত জনা।
নাফের তীরে জন্ম তোমার!
ধরেছ তুলে নাফের ঐতিহ্য,
তোমার সুরের মায়া- জালে
বুনেছ 'ফুল পাখিদের মেলা'।
নাফের তীরে জন্ম তোমার!
সৃজন মনের মানুষ ছিলে,
লেখা ছিলো শোভন ভাষায়
পেতাম আমরা হরেক কাব্য।
নাফের তীরে জন্ম তোমার!
সাক্ষাৎ হলে অনুরক্ত মায়ায়
মিঠাই- কন্ঠে দিতেন ডাক,
কেমন আছ স্নেহের কামাল।
নাফের তীরে জন্ম তোমার!
তুমি ছিলে সদা নম্র সত্যনিষ্ঠ,
তোমার কথায় খুঁজে পেতাম
সদা মানসিক চাপের শান্তনা।
নাফের তীরে জন্ম তোমার!
যে শিক্ষাতে দেখলো আলো,
ভূ'র বুকে তোমার শিক্ষার্থী
সদা তত্ করবে জীবন ন্যায়।
নাফের তীরে জন্ম তোমার!
খোদার ডাকে দিয়েছ ছাড়া,
তোমার জন্য করি আমরা
প্রভুর কাছে জান্নাত প্রার্থনা।
['তুমি, তোমার' শব্দ'টি ভালবাসা ও
কবিতার সুন্দরের জন্য ব্যবহার করা হয়েছে]
____________________________________
তারিখঃ- ২২/০৫/২০২০ ইং---
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com