সদ্য প্রয়াত কবি ছলাহ্ উদ্দিনকে নিয়ে আজিজুর রহমান'র "নিরব আর্তনাদ"
আমার স্যার অভিভাবক
ফেললাম আজি হারায়
গগন জুড়ে বইছে আজি
শোকের মাতম ধরায়
আমি ছিলাম আপানার শিষ্য
সাহিত্যের পাতায়
আপনাকে জুড়ে অনেক স্মৃতি
জীবনের খাতায়
বিদ্যালয়ে পাশে ছিলেন
স্কাউট গার্ড অব অনার
দক্ষভাবে ট্রেনিং করাতেন
আরো ছিলো জানার।
আমরা অবিচার করেছি
তাই বুঝি এতো অভিমান,
পাশে থেকেছি গল্প করেছি
শুনেছি জীবনের গান।
মিষ্টভাষায় আলাপের ছ'লে
দিতেন সদা উপদেশ
আমাদের ছেড়ে কেন আজি
হলেন কোথা নিরুদ্দেশ
কিসের এতো তাড়া আপনার?
আমায় ফেলে রাখি,
শিখলাম তো অনেক কিছুই
শেখার ছিলো বাকি।
স্যার আমার প্রেরণার বাতিঘর
সাহিত্যের গুরু
আপনারই হাত ধরেই হলো
লেখালেখির শুরু।
অজস্র দোআ ও সালাম
রইলো আপনার তরে
জান্নাতবাসী হোন স্যার
ভালো থাকুন উপারে।
লেখক:-আজিজুর রহমান
তরুন কবি ও সমাজকর্মী।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com