প্রিয় টেকনাফ বাসি আসসালামু আলাইকুম। আমি কনষ্টবল শরীফুল ইসলাম আপনাদের কে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা। দেখতে দেখতে পবিত্র রমজানুল মোবারক মাসটি প্রায় শেষ। আগামি সোমবার মুসলিম জাতির সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর।
আমি অতি অসাধারন একজন মানুষ আজকে আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। বর্তমান বিশ্ব্য করোনা ভাইরাস মহামারি রুপ নেয়াতে আমাদের দেশ কে ও আমাদের সরকার লকডাউন ঘুসনা করছে। এবং কিছু বিধি নিষেধ আমাদের কে পালন করতে বলা হয়েছে। যাতে করে ভাইরাস টি আমাদের সবার মাঝে না ছড়াতে পারে। সেই সাথে সরকার অসহায়, কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রত্যেক টা সেক্টর কে দেয়া হয়েছে বিশেষ প্রণোদনা। সরকার থেকে শুরু করে সরকার এর প্রত্যেক টা সেক্টর আপনাদের সেবায় ২৪ ঘন্টা কাজ করে যাইতেছে। আর আপনাদের কে শুধু একটি কথা বাড় বাড় বলা হইতেছে যে ঘরে থাকুন, নিরাপদ থাকুন,নিজে সুস্হ থাকুন অপরকে সুস্হ থাকতে সাহায্য করোন।আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো দেশের এবং দেশের মানুষের কল্যানে আপনি কি আপনার দায়িত্ব টা পালন করছেন?করেন নাই যদি করে থাকেন তাহলে হাজার হাজার মানুষের মিলে ভির জামিয়ে শপিং করতে চলে আসতেন না।সরকার যতোই বিধিনিষেধ তুলে দেক না কেন আপনি আরো কঠোর ভাবে সে গুলো মেনে চলুন।মনে রাখবেন আপনি সরকার এর কাছে শুধু মাএ একটি সংখা, কিন্তু আপনার পরিবার এর কাছে একটি পৃথিবী। তাই এখনো সময় আছে আমাদের ঘুরে দাড়ানোর বেচে থাকলে অনেক শপিং জিবনে করতে পারবেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবার পরিজন এর জন্য আমাদের আরো সচেতন হতে হবে। আপনাদের সেবা করতে গিয়ে অনেক পুলিশ,ডাক্তার,সেনাবাহিনী,সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ মারা গেছেন। তাদের পরিবার বলতে পারবে তারা কি হারিয়েছে।
আপনাদের সেবা করতে গিয়ে আরো অনেক লোক আক্রান্ত হইতেছে। তাই নিজের ভুগ বিলাসিতার কারনে অন্যকে মিত্যুর মুখে ঠেলে না দেই। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুনে ক্ষমা করবেন। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
Leave a Reply