" বৃষ্টির আগমন"
রেজাউল করিম রেজা
হালকা বাতাসে আকাশে
মেঘের আনাগোনা
মেঘের গর্জনে নেমে আসে
গুড়ি গুড়ি বৃষ্টির ফোটাঁ।
বাদলের আগমনে দেখা মেলে
প্রকৃতির এক দিশাহারা
চারদিকে সবুজ সোনালি
জেগে ওঠে বৃষ্টির মতোয়ারায়।
গুড়ুম গুড়ুম মেঘের গর্জনে
চারদিকে কালো অন্ধকারে
শন শন করে বাতাস বহে
গুড়ি গুড়ি বৃষ্টির প্রচলনে।
কৃষক খুশিতে হাল চাষে মগ্ন
প্রকৃতি সোনালি সবুজে ধন্য
বর্ষার ব্যাঙ খুশিতে আত্নহারা
নদির মাছ আনন্দে দিশেহারা।
ব্যঙের মধুর আওয়াজে
আকাশে মেঘের আনাগুনা
বিজলির চমকাতে চমকাতে
নেমে আসে বাদলের দিন গুনা।
বৃষ্টির পানি ঝরে ঝর ঝর
পাতাগুলো কাপে থরথর
সারাদিন ঝরছে অবিরাম বৃষ্টি
সৃষ্টি কর্তার এক অপরূপ সৃষ্টি।
ঠাণ্ডা শিতল হাওয়ায়
প্রকৃতির সুবাসে মন জুড়ায়
বাদলের অনুপ্রেরনায়
লিখে যায় বৃষ্টির কথায়।
সমাপ্ত/২৩মে ২০২০ইংলে
লেখকঃ-রেজাউল করিম রেজা
হ্নীলা,টেকনাফ,কক্সবাজার
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com