মোঃ আরাফাত সানী:টেকনাফ ৭১
সাম্প্রতি সারা দেশে গ্রামে গঞ্জে মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার কারণে কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এ ক্ষেত্রে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।
নিচের নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।
১.করোনা ভাইরাসের সংক্রামন রোধকল্পে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় উপজেলা প্রশাসন কর্তৃৃক এ বছর ঈদগাহের পরিবর্তে নিকটস্ত মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।
২.মসজিদে মুসল্লিদের সকলের মাস্ক পরিধান করতে হবে।
৩.নামাজ আদায়ের সময় সামাজিক দূরস্ত বজায় রেখে দাঁড়াতে হবে।
প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আয়োজন করা যেতে পারে।
৪.সম্ভব হলে প্রত্যেকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে যাবেন।
৫.ঈদের নামাজের পূর্বে মসজিদের ফ্লোর সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
৬.নামাজ শেষে কোলাকোলি ও হাত মোসাফেয়া করা যাবে না।
মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতর উদযাপন করতে টেকনাফ মডেল থানা’র অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, ধর্মপ্রাণ নাগরিকদের অনুরোধ জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com