টেকনাফ৭১ ডেস্ক:-
আকাশ ভরা তাঁরার মেলা
করছে খেলা কতো
রাতের বেলা মিটি মিটি
জ্বলছে তাঁরার আলো।
নীল আকাশে মেঘের ঢেউ
খাচ্ছে কতো দুলা
মেঘের গর্জনে নেমে আসে
বৃষ্টির কান্নার ফোটাঁ।
মাঝে মাঝে গুড়ুম গুড়ুম
ডাকছে কতো মেঘ
মেঘের শব্দে নেমে আসে
বৃষ্টির আমেষ।
আকাশ শিশির মেঘ
কুয়াশা অজর
আকাশ- পাতাল থেকে
পড়ে গুড়ি গুড়ি ঝড়।
গর্জনে গর্জনে গম্ভীর হয়ে যায়
মাঝে মাঝে বিজলি চমকায়
সাদা কালো মেঘ,করে খেলা
ধীরে ধীরে হচ্ছে মেঘলা।
সমাপ্ত/২৭মে ২০২০ইং
লেখকঃ রেজাউল করিম রেজা
হ্নীলা,টেকনাফ,কক্সবাজার
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com