নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
করোনা যোদ্ধে নিজেদের ঝুঁকি এড়াতে ঘর বন্দী মানুষ। কর্মহীন দারিদ্র সীমার নিছে বসবাস কারি পরিবার গুলোর মধ্য ঈদের আনন্দ যেন অর্থহীন। তাদের ঘরে বড়দের না হলেও অবুঝ শিশুদের আনন্দ থেকে নিরাশ না করতে সারা দেশে শিশুদের জন্য কিছু উপহার সামুগ্রী বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।দেশ নায়কের সে হ্নীলা ইউনিয়নের বরাদ্দ কৃত উপহার গুলি আজ হ্নীলা রাসুরাবাদ আশ্রয় কেন্দ্রে আশ্রিত অবুঝ শিশুদের হাতে তুলেদেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী। উপস্থিত আগত ব্যক্তিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাবে তিনি বলেন, আপনাদের হ্নীলা ইউনিয়ন বাসীর জন্য নির্বাচনে দেশ প্রধানের নির্বাচনী প্রতিক নৌক উপহার দিয়েছিলেন। সে প্রতিক কে আপনেরা হ্নীলা বাসী বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয় করে সম্মান রেখেছেন, সে কারণে আপনাদের খবর ও তিনি রেখছে, যার প্রমান এ ঈদের উপহার। আপনেরা করোনা পরিস্থিতিতে সরকার নির্দেশীত আদেশ নিষেধ গুলো মেনে চলবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের খাদেম হিসেবে সব সময় থাকতে পারি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com