কেমন আছো, কোথায় আছো তুমি
বড্ড জানতে ইচ্ছে হয় আমার,
হবে কি জানা?
হৃদয়ে আমার অপূর্ণ বাসনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!কারুর জন্য নেই তো এক অন্তরীপ
ভবের বুকে সুস্বর- অপেক্ষা,
তবু এমন কেন?
হৃদয়ের অতলে অনল জ্বলে,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!আজও ফিরে ফিরে যায় সে পরিচিত
নাফের তীরে জারুল তলায়,
তুমি আসবে বলে?
শয়নে-স্বপনে এই যে কামনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!আজও নির্জনে-একা নিশ্চুপ দাঁড়ায়
প্রিয় সেই পরিচিত স্বপ্নিল পথে,
হবে কি দেখা?
এসো- তুমি ফুলের সুরভি হয়ে,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!অদৃশ্য কমলের স্তবক নিয়ে দু'হাতে
একা- নিভৃতে দাঁড়িয়ে আছি,
নিতে আসবি কি?
নয়নে-মরণে এই মোর বাসনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!প্রিয়তমা এসে আমায় অনন্ত মমতায়
দু'হাত তুলে হাতে চুমু রেখে,
বলবি কি কখনো?
হবে অজস্র প্রমোদ আলিঙ্গন,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!
_____________________________
তারিখঃ- ২৯/০৫/২০২০ ইং---
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com