ফিরবে না আর আগন্তুক হয়ে
এই ধরনীর বুকে
হাজার ব্যাথা জমিয়ে আছে
প্রিয় স্যারের শোকে।
নাফের পাড়ে উদ্ভব স্যারের
হ্নীলাবাসি ধন্য।
হ্নীলার বুকে স্যারের মতো
হবে না কেউ অন্য।
হ্নীলা বাসির কৃতি দুলাল
"সালাউদ্দিন" স্যার
পাড়ি জমান না ফেরার দেশে
ফিরবে না তো আর।
স্যারের দেখা পথে পথিক হয়ে
চলবো আজিবন।
স্যারের কথা স্বরণ রেখে
লিখবো সারাজিবন।
"ফুল পাখিদের মেলা" কাব্য
লিখেন প্রিয় স্যার
স্মৃতি হয়ে থাকবে গেথে
হ্নদয়ে আমার।
ছন্দের রাজ্যে রাজা ছিলেন
কবি গুরু সবার
"কলতান" এর স্বপ্ন দ্রষ্টা
ছিলেন প্রিয় স্যার।
স্যার গো, খুবই সখ ছিলো
হবে আপনার সাথে দেখা
নিয়তির খেলায় চলে গেছেন
দিয়ে প্রভুর ডাকে সাড়া।
হলো না আর দেখা।
সমাপ্ত / ৩০মে ২০২০ ইং
✍ লেখকঃ রেজাউল করিম রেজা
হ্নীলা,টেকনাফ,কক্সবাজার
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com