নিজস্ব প্রতিনিধি (টেকনাফ৭১)
বাংলাদেশ ছাত্রলীগ লেদা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও স্টুডেন্ট কেবিনেট সভাপতি ১০ম শ্রেনীর ছাত্র জাদিমুড়া এলাকার বাসিন্দ উসমান সরওয়ার সুভ পরিবার কে খুনের ঘটনায় ফাঁসানোর চেষ্টায় ব্যর্থ হলেন ঘাতক জাদিমুড়া এলাকার আবুল খাইর এর পুত্র মোঃ উল্লাহ! আহত মোঃ রফিক জানায় , আমরা এক পরিবারের কিন্তুু সৎ ভাই, বাবা এক হলেও মা দুই জন।আমার মা মৃত্যুর পরে মোঃ উল্লাহদের সাথে আমাদের তেমন কোন সম্পর্ক নেই। আমার পরিবারে কিছু দিন আগে আমি একজনকে অনৈতিক কাজ করার কারনে হাতে নাতে ধরি ও বাধা দি। সে থেকে আমার সৎ ভাইয়েরা আমাকে টার্গেট করেন। গত ৩১মে রাত ৭টায় আমি আমার খালার বাড়িতে দাওয়াত খেতে যায়।ঘতকেরা বাহিরে উৎপাতে থাকে কখন আমি বের হয়।আমি বের হওয়ার সাথে সাথে রাত( ৮.২৫ মিনিটে) ৩/৪জন
আবুল খাইর এর ছেলে মোঃ উল্লাহ, জাদিমুড়া ৯নং ওয়ার্ড।কবির আহাম্মদ এর ছেলো মোঃ আবছার, মোঃ নুর - পিতা অঙ্গাত,রোহিঙ্গা আমাকে জড়িয়ে ধরে। আমি রক্ষা পাওয়ার জন্য সুচিৎকার করলে আমাকে ছুটি মেরে চলে যায়। অবশ্যই ছাত্রলীগ পরিবারের দাবি, তাহারা ভাইয়ে ভাইয়ে শত্রুতামি থাকলে তাদের পারিবারিক বিষয়, কিন্তুু আমার বাড়িতে আসার পরে কেন তাকে ছুটি মারল। এমন ভাবে আঘাত করল আমর পরিবার উদ্ধার না করলে সে ঘটনা স্থলে বাড়ির গেইটেই মারাযেত। তখন সে হত্যার দায় আমাদের কে দিতেন তাহার পরিবার/ ভাইয়েরা। এ বিষয়ে তাহারা আইনগত অাশ্রয় নিবেন বলে জানায় ও যথাযথ বিচারের দাবি করেন। এনিয়ে অভিযোক্ত কারি গনের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তাদের সাথে যোগাযোগের কোন মাধ্যম বা মোবাই নং পাওয়া যায়নি।উল্লেখ্য আহত রফিক বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com