"নাফ নদীর নীল জলে"
আনোয়ারুল ইসলাম
অক্ষর বৃত্তঃ8+6 পয়ার
****************
মেঠো ধুলো মেখে গায়ে জীবিকার টানে,
সুখ নেই মনো মাঝে সুদুরের পানে।
স্মৃতি গুলো আছে গাঁথা নাফ নদী ডাকে,
ছলছলে কলকলে নাফ যেনো হাঁকে।
নাফ নদী নীল জল চোখে আজ ভাসে,
গ্রামের হরেক স্মৃতি যেন মন হাসে।
মেঠো পথে গাছ পালা সবুজের মায়া,
সুখের সে দিনগুলো কেবলই ছায়া।
কলকল জলধ্বনি মন যেতো ভরে,
খালি পায়ে হেঁটে চলা মেঠো পথ ধরে।
গাঙচিল দল বেঁধে নাফ নদী জলে,
আমি একা ভালো নেই তাই যেন বলে।
পূর্ণিমার চাঁদনীটা রূপময় আলো,
কংক্রিট শহরেতে লাগে নাতো ভালো।
থাকি দুরে মেঠো সুরে ফেলে যাব আজ,
কাজে আসি যেনো ফাঁসি মনে পড়ে বাজ।
সকালের রবি আলো করে ঝলমল,
ভুলে যেতে পারি নারে আঁখি টলমল।
রাজ পথে থাকি আমি স্মৃতি গুলো ধরে,
অতীতের দুঃখ সুখ চোখে জল ঝরে।
শিক্ষকঃ হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com