টেকনাফ৭১ ডেস্ক::
টেকনাফ উত্তর লম্বরীর রশিদ আহমদের মেয়ে সানজিদা আক্তার এবারের দাখিল পরীক্ষায় এ প্লাস পেয়েছে। টেকনাফ উপজেলার একমাত্র ইসলামী নারীশিক্ষা প্রতিষ্ঠান লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ গর্বিত।
২০২০ ইং সালের দাখিল পরীক্ষার্থী অত্র মাদরাসার ছাত্রী সানজিদা আক্তার লাকী জিপিএ-৫.০০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষয় রাখতে সহায়ক হয়েছে। ইতঃপূর্বে ও অত্র প্রতিষ্ঠান থেকে কালিমা আকতার (কলি) ও জিপিএ-৫.০০ পেয়েছিল।
এবং গেল সালে ৫ম শ্রেণী(ইবতেদায়ী সমাপনী)পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ জন(আসমা আকতার, নুসরাত জাহান দিলসাধ ও রুমি আকতার) সাধারণ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
তাছাড়াও ২০১০ ইং সালে হতে অত্র প্রতিষ্ঠান হতে ইবতেদায়ী ৫ম শ্রেণী, জেডিসি ও দাখিল পরীক্ষায় শত শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রতিটি সনে পাসের হার শতভাগ অর্জনে এলাকাবাসী,শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা কমিটি,অভিভাবকমহল ও আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টসহ সর্বমহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
(ভারপ্রাপ্ত)সুপার,মাওঃ মুহাম্মাদ আবদুল কাদের,অত্র মাদরাসা।
Leave a Reply