সাইদুল ইসলাম ফরহাদ : করোনাযুদ্ধে প্রাণ হারালেন পুলিশের আরেক সদস্য। তিনি হলেন, কনস্টেবল মামুন উদ্দিন (২৭)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
কনস্টেবল মামুনের বাড়ি ফেনী জেলার পশুরাম থানার কালিকাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি বাবা, মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন।জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। করোনা যুদ্ধে শহীদ মামুনের গর্বিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৭ জন সদস্য করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com