নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে কৃষকের নষ্ট হওয়া ক্ষেত মেরামতে হ্নীলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। প্রতিদিন তারা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কামান্ডার এর নির্দেশে গ্রাম, পাহাড়ে সহ বিভিন্ন ক্ষেত খামারে গিয়ে কৃষকের সাথে কথা বলে খুঁজে খুঁজে নষ্ট হওয়া বিভিন্ন কৃষকের ক্ষেত গুলো মেরামত করছেন হ্নীলা ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কামান্ডার মোঃ সেলিম এর নেতৃত্বে এক দল চৌকস আনসার বাহিনীর। রংগীখালী ০৭নং ওয়ার্ডের কৃষক আবুল আলম ও ওসমানের সাথে কথা বলে জানাগেছে, গত ৫জুন ও ১০ টার সময় হ্নীলা ইউনিয়ন আনসার কামান্ডার মোঃ সেলিম এর নেতৃত্বে এক দল আনসার পাহাড়ে এসে আমাদের ক্ষতিগ্রস্ত পানের বরজ,ঢেরশ ক্ষেত ,বিভিন্ন সবজি বাগান সহ বেশকিছু মেরামত করেদেন। আর এমন সময় তারা আমাদের উপকার করেছে যে সময় করোনা ভাইরাস আক্রমণের কারনে আমরা কোন কাজের মানুষ পাচ্ছি না। যদি আনসার বাহিনী না আসত হয়ত শ্রমিকের অভাবে আমাদের ক্ষেত নষ্ট হয়ে যেত।সে জন্য আমরা আনসার বাহিনী কে ধন্যবাদ জানায়। এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোছন, নুর আহাম্মদ,নুরুল আলম,জয়নাল,দুদুমিয়া, গুরামিয়া,সহ আরো অনেক আনসার সদস্যরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com