অনলাইন ডেস্ক :সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ইংল্যান্ড–উইন্ডিজ টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। তবে তার আগেই বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে অস্ট্রেলিয়ার স্থগিত ক্রিকেট ফিরছে ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২০ দিয়ে।
টুর্নামেন্টটি শুরু হচ্ছে ৬ জুন। আর আসরের পর্দা নামবে ৮ জুন।ক্রিকেট শুধু মাঠেই ফিরছে না। দর্শকদের জন্য স্বস্তির খবর নিয়ে আসছে ডারউইনের এই টি-টোয়েন্টি কার্নিভাল। মাঠে বসে ৫০০ জনের অধিক দর্শক খেলা উপভোগের অনুমতিও পাবেন।তিন দিনের এই ক্রিকেট কার্নিভালের ম্যাচ হবে সব মিলিয়ে ১৫টি। খেলা হবে মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল ও ক্যাজালি ওভালে। প্রতি দিন খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ও বেলা ২টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টে অংশ নিবে ডারউইন প্রিমিয়ার গ্রেডের সাতটি ক্লাব। একটি সেমিফাইনাল, ফাইনাল ও কয়েকটি ম্যাচ মাইক্রিকেট ফেসবুক পেজে লাইভ দেখতে পারবে ক্রিকেট দুনিয়া।তবে স্বাস্থ্যবিধি মানতে হবে ক্রিকেটারদের। সাদা কুকাবুরা বলের উজ্জ্বলতা বাড়াতে ঘাম বা লালা মাখানো নিষেধ।ডারউইন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শেষে সপ্তাহান্তে মাঠে গড়াবে ১৪ রাউন্ডের ডারউইন ও ডিস্ট্রিক্ট ওয়ানডে মৌসুম। ফাইনাল হবে ১৯ সেপ্টেম্বর।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com