কথোপকথন
-- মোঃ নোমান আব্দুল্লাহ
আব্বু তুমি আসবে বলে
সেই যে গেলে চলে,
সেই থেকে পথ চেয়ে আছি
চোখ দুটো টলটলে,
নাওয়া খাওয়া সব ভুলেছি,
চিনচিনে বুক ব্যাথা,
দিন কাটেনা রাত কাটেনা
হারিয়ে গেলে কোথা?
আম্মু আমি চলে আসবো
করবোনা তো দেরী,
ঘোমাও আম্মু বলেই তুমি
ওপাড় দিলে পাড়ি,
কোন মেজরে ডাকলো তোমায়
কোন সে আজরাইলে?
ঘাতক বুলেট প্রাণটা নিলো
পিশাচ সবে মিলে?
আব্বু তুমি কাঁদতেছো যে?
তেমনি বলার পরে,
আব্বু তুমি কেমন ছিলে?
কাঁদছিলে অজরে?
তোমায় দেখে আতকে উঠি
রক্ত জবা মুখ,
কেমন করে মারল তোমায়?
ঝঝড়া তোমার বুক
হায়রে পিশাচ! নর পিশাচ
ধীক হায়েদার দল
আব্বু তোমায় হারিয়ে খুজি
কাঁদছি অনর্গল!
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com