নূর মোহাম্মদ কবি (টেকনাফ ৭১)
আকাশে তারার মিছিল আলোকবর্ষ দুরে
কালের খেয়ার চির যাত্রী দুরের ঐ ধুবতারা-
ক্ষয়ে যাওয়া চন্দ্রাংশে ধুসরিত ঈষৎ ছায়া
মেঘের আবরণে জীবন্ত ফসিল।
বিধ্বস্ত বুকের শহর আজ ভুতুড়ে নগরী
মনের অলিন্দে বেহালার আবহ সংগীত,
হাহাকারের ঠোঁটে বাজে বিরতিহীন অপেরা
আকাশের নীল আর পীতপাণ্ডু মৃত্তিকার মিশেলে নেই কোন তফাৎ।
হাতির পদভারে পিষ্ট ময়ূরের পালক
শিয়ালের হাঁক-ডাকে ভেসে আসে পর্বতের প্রতিধ্বনি,
উলুকের চাহনিতে আতংকের চাপ
সদ্য পাখা গজানো ভূমিকম্পে নড়বড়ে নীড়
আর পাখির ঠোঁটে ঝরে পড়া সোহাগ।
ঝাপসা অক্ষি যুগলে নামে সাহারা গোবি
মরুর প্রান্তে লন্ঠনের টিমটিমে আলো
হারিয়েছে কাফেলা,ক্যারাভানে চেপেছে ভূত।
মুখের মানচিত্রে স্পষ্ট ভূগোলবিদ্যা,
তৃণভূমির খোঁজে অশ্ব ছুটায় আরব বেদুইন -
জীবনের বোঝা টেনে চলে মরুর জাহাজ
গন্তব্যের আশে দিগ্বিদিক।
হয়তো একদিন নৃতত্ত্ববিদরা খুঁজে পাবে,
যাযাবরের ছড়ানো ছিটানো কোন কংকাল।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com