টেকনাফ ৭১ ডেস্ক::
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদকের নূর হোসেন এর বাসা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে টেকনাফের সাবরাং এ নূর হোসেন চেয়ারম্যানের বাসাতে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় নূর হোসেন চেয়ারম্যান পালিয়ে যায়। এই ঘটনায় নূর হোসেন চেয়ারম্যান সহ তার ৩ সহযোগির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদিপ কুমার দাশ।
তবে এ বিষয়ে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং চেয়ারম্যান নুর হোসেনের শ্বশুর শফিক মিয়া জানান, চেয়ারম্যান নুর হোসেন কোনো দিনই ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল না। তারা বলেন, চেয়ারম্যান ইয়াবা পাচারের খবর শুনে নিজেই পাচারকারীদের বিষয়ে থানাকে অবহিত করেন এবং সরেজমিন ইয়াবার চালান উদ্ধারে যান। অথচ পুলিশ উল্টা একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন।##
কালের কন্ঠ
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com