টেকনাফ ৭১ ডেস্ক
কক্সবাজার টেকনাফ হ্নীলা প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকের জনাব মোফাজ্জল স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্নীলা নয়া-বাজারের সমাজ সেবা মুলক সংগঠন হাজী আসমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এন্জেলস কেয়ার একাডেমীর প্রধান শিক্ষক নুরুল আমিন এম,এ,এল,এল,বি।শোক প্রকাশ করেছেন ফাউন্ডেশনের সভাপতি:-মিজানুল কাশেম নাহিদ,প্রমুখ
প্রতিষ্ঠাতা-জনাব নুরুল আমিন বলেন হ্নীলা প্রি- ক্যাডেট স্কুলের এক সফল ও সাহসী অন্যায়ের প্রতিবাদী এক মহান শিক্ষককে হারালাম।আর ও বলেন জাতি গড়ার কারিগর হিসেবে মোফাজ্জল স্যার ছিলেন শ্রেল্পিক,তিনি বিদ্রোহী আত্তার মাগফিরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকার্তেঃ-
হাজী আসমত আলী ফাউন্ডেশন,,,
প্রতিষ্ঠাতা মোং নুরুল আমিন এম,এ,এল,এল,বি।
সভাপতি-মিজানুল কাশেম নাহিদ,,
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com