টেকনাফ ৭১ ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার রামু সেনানিবাসে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক সিএনজি চালক ২ মাদক ব্যবসায়ী আটক।
আজ ২৯ জুন ২০২০ (সোমবার) পৃথক দুটি তল্লাশিতে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা সহ মো: রফিক (২৭) ও ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ মো: সাহিদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে রামু সেনানিবাসের কর্তব্যরত মিলিটারী পুলিশ।
মাদক ব্যবসায়ীগণ সিএনজি যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক তল্লাশি চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা জব্দ করে। সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু-মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সকাল ০৮ ঘটিকায় এবং ১১.৩৫ ঘটিকায় পৃথক দুটি তল্লাশিতে মরিচ্যা হতে রামুগামী সিএনজির ড্রাইভার মো: রফিক ও মো: সহিদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের গতিবিধি সন্দেহজনক থাকায় মিলিটারী পুলিশ সদস্যরা সিএনজি তল্লাশি করে সন্দেহজনক প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেটগুলো থেকে উল্লেখিত সংখ্যক ইয়াবা পাওয়া যায়।
আসামী মোঃ রফিক বান্দরবান জেলার কালঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের সন্তান এবং আসামী সাহিদ কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়া গ্রামের মো: রফিক উদ্দিন এর সন্তান। তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামীদ্বয়কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ র্যাব -১৫ এর নিকট হস্তান্তর করা হয়।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com