কীর্তিমানের মৃত্যু নেই
সুপ্লব পাল
কী আলো!কী জ্যোতি !কী মেধা! কী মনন!
যেমন জ্ঞান তেমন আকাশ-বিশাল মন
যথা ধর্ম তথা সদা বিচরণ
আজিকে তাইতো তোমায় স্মরে এত আলোড়ন ।
দূর আনোয়ারা হতে
এনেছিলে সাথে কর্মময়, ধর্মময়, কর্ম চঞ্চল, বুদ্ধিদীপ্ত প্রাণ
নিয়ে গেলে কীর্তি আর ভালোবাসা নিথরদেহ নিথর প্রাণ।
এতটুকু কার্পণ্য করোনি দিতে সেবা
সশরীর উপস্থিতি ডেকেছে যেবা
দেখেছি যেমন তোমায় শশব্যস্ত সদা।
এই স্কুল প্রাঙ্গণ ,হ্নীলার মন্দির, ছাত্র-ছাত্রী, সুধীজন জানে কি ছিলে তুমি
তুমি ছিলে তাদের কাছে আদরের নয়নমণি।কত করেছি তর্ক না বুঝা ভুল
করেছ ক্ষমা উদার চিত্তে
করোনিতো রাগ এক চুল ।
থাকতে কে বুঝে দাঁতের মূল্য?
তুমি ছিলে আরাধ্যজন দেবতুল্য।
সামাজিকতা ,উদারতা ,মানবতায়
উচ্চ করি শির
অভাজনের বিষন্নতায়
ঝরিয়েছ আঁখি নীর ।
পরপারে সুখে থাকো-হে কর্মবীর।
দেখা হবে না হে প্রিয়জন আর
ইহধাম মাঝে কে হয় বলো কার?
হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এর পরম শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক আমার ভাই বিপুলদার স্মরণে
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com