মোঃ আরাফাত সানী/নাছির উদ্দিন রাজ::কক্সবাজার টেকনাফ হ্নীলা দক্ষিণ জাদিমোরা সীমান্ত পয়েন্টে র্যাব সদস্যরা ফের অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, ১লা জুলাই রাত দেড়টারদিকে র্যাব-১৫ (সিপিস-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল হ্নীলা জাদিমোরা ফোর স্টার ব্রিকফিল্ডের পূর্বদিকে এবং ওমরখালের উত্তর পাশে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জাদিমোরার আলী আহমদের পুত্র ফরিদ আলম (২৭) পুরান রোহিঙ্গা দমদমিয়া নেচার পার্ক ২৭নং ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মোঃ আলমের পুত্র জুবায়ের এবং দক্ষিণ লেঙ্গুরবিলের আকবর হোসেনের পুত্র মোঃ জাফর আলম (৩৪) কে আটক করে। পরে তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫০হাজার পিস ইয়াবা, তাদের সাথে টাকা নগদ টাকা ও ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com