টেকনাফ ৭১ ডেস্ক:
মোঃ আরাফাত সানী
ককসবাজর টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবি এম এস দোহা একজন মানবদরদী পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে পরিচিতি অর্জন ও সুনাম কুড়িয়েছেন।মানবসেবা ও দেশপ্রেম, পেশাদারিত্ব, দায়িত্ববোধ, এলাকার শান্তি এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় কক্সবাজার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করা এ পুলিশ কর্মকর্তা দেশে প্রাণঘাতী কভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এর বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হন। সরকারের নির্দেশনায় করোনা রোধের পাশাপাশি কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া ও সচেতন করাসহ নানাভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু হঠাৎ করে তিনি বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পাঠানোর পরে শুক্রবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ চৌকস পুলিশ কর্মকর্তা বর্তমানে থানায় নিজ ব্যাচেলর কোয়ার্টারে আইসোলেশনে আছেন।
এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তার কাছ থেকে নেওয়া করোনা পরীক্ষার প্রতিবেদনে উক্ত কর্মকর্তার ফলাফল পজেটিভ এসেছে। কর্মকর্তাকে বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা রোধে পুলিশ সদস্যরা দিন-রাত দায়িত্ব পালনকালে তাঁদের অনেকের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে।
ওসি তদন্ত এবি এম এস দোহা জানান, দেশ ও মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে পুলিশে চাকরি নিয়েছি। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, বর্তমানে আইসোলেশনে আছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com