নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
কক্সবাজারের টেকনাফ মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্প হতে দেশীয় তৈরি অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে এপিবিএন(পুলিশ)। ৪ জুলাই সকাল ১০ ঘটিকার সময় টেকনাফ উপজেলার হ্নীলা মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা পাহাড়ি ডাকাতদের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের প্রস্তুুতি নিচ্ছিল এমন খবর পেয়ে মোছনী নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন( পুলিশ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম ও সহকারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখামাত্রই ডাকাতদের দুই গ্রুপ স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও বুলেট পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলে তাহা উদ্ধার করেন এপিবিএন (পুলিশ) মোছনী রেজিস্ট্রার ক্যাম্প। এসময় রাকিবুল ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কোন অপরাধী সংগঠন, সঙ্ঘবদ্ধ ডাকাত দল বা ইয়াবা ব্যবসায়ী কেউ ছাড় পাবে না। হয় তাদের ভালো হয়ে যেতে হবে, না হয় আমাদের আইনের আওতায় আসতে হবে। ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা এক বিন্দুও কোন অপরাধীদের ছাড় দিব না। এসময় উপস্থিত ছিলেন এস আই বাহাবুব সহ অনেকেই।
Leave a Reply