টেকনাফ ৭১ ডেস্ক::
মোঃ আরাফাত সানী,
কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৮ জন বোট মালিকদের অনুদান দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইকোফিশ প্রকল্পের পক্ষ থেকে আজ দুপুর ১২টার দিকে এ অনুদান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় স্ব-শরীরে উপস্থিত থেকে অনুদানের টাকা তুলে দেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মাঝে ইকোফিস প্রকল্পের মেরিন সাইনটিফিক অফিসার উত্তম কুমার মিত্রসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইকোফিশ প্রকল্পের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে বোট মালিকরা দারুণ খুশী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত বোট মালিকদের মাঝে সহযোগিতা দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com