টেকনাফ৭১ ডেস্ক:
যদু চন্দ্র দাস
শ্রমিক নেতা ইয়াছিন ভাইয়ের একটি আর্জি,
তাকে নিয়ে কবিতা লিখতে আমার হল মর্জি।
করোনায় থমকে দিল ইয়াছিনের জীবনের গতি,
দুঃখ কষ্টে আছেন তিনি নয়তো কোন মহারতি।
শ্রমিকের অধিকারে কথা বলেন ইয়াছিন ভাই,
আজ সাহায্যের হাত বাড়াতে পাশে কেউ নাই।
ইয়াছিন করোনা কালে চালাতে পারেনা গাড়ি,
আমরা তার গাড়ি চড়ে যাইতে পারিনা বাড়ি।
গাড়ি চালান তিনি জীবন জীবিকার তাগিদে,
সদা হাস্যোজ্জ্বল চেহারায় দেখি তার গাড়িতে।
তার আছে ভালো মন ও কর্মের ভালো দক্ষতা,
নেতা হিসাবে সকলের সাথে মিশে করেন সখ্যতা।
ইয়াছিন নেতা হবেন তার সফলতার আদর্শ ধরি,
আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
-----------------------সমাপ্ত। ----------------------
★(লেখালেখির খেলা - ১)
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com