মোঃ শেখ রাসেল (টেকনাফ ৭১)
দখল কৃত জমিন বিচারের মাধ্যমে ফিরে পেলেন মাষ্টার উমর হাকিম।
হ্নীলা ইউনিয়নের রংগীখালী ০৭ওয়ার্ডের স্টেশনে হাজী ছালেহ আহাম্মত মার্কেটের পাশে নিজের জমি যাজার দাগ নং মৌজা দক্ষিণ হ্নীলা, জে এল নং ৫,থানা টেকনাফ, জেলা কক্সবাজার। আর এস ৪২৩, এম আর আর ৫৯৪ নং খতিয়ানের অধীনে আর এস দাগ নং ৫৮৪৪,৫৮৪৫ দাগাদির আন্দর সৃষ্ট বিএস ১০১০৯ দাগের আন্দর ১২শতক হইতে ৬শতক ডি আর আর খতিয়ান ৯১৭ দাগ নং ১৭০৬৫ বিরোধীয় জমি ভাই নজির আহাম্মদ গং রা জবর দকল করে খাচ্ছিল।কিন্তুু মৃত বদিউজ্জামান ছেলে মাষ্টার উমর হাকিম (৬০) কোন উপায় না পেয়ে টেকনাফ মডেল থানায় একটি বিচারিক দরখাস্ত করে আবেদন করেন।সে আবেদনের প্রেক্ষিতে এ এস আই নাজিম উদ্দীনের নেতৃত্বে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাদি/ বিবাদীর উপস্তিতির এবং সাক্ষী গনের মাধ্যমে উক্ত জমি মাষ্টার উমর হাকিম এর প্রমান হয় । দির্ঘ দিনের দখল কৃত জমি উদ্ধার করে দেন। এ বিষয়ে মাষ্টার উমর হাকিম বলেন, আমার জমি দীর্ঘদিন ধরে আমার ভাইয়েরা ভোগ দখল করছিল। কিন্তুু আমি আইনগত আশ্রয়ে বিচারের মাধ্যমে ওই জমি ফিরে পেয়েছি তাই অত্যন্ত খুশি। আমি প্রশাসন কে সাধুবাদ জানাই। টেকনাফ মডেল থানার এ এস আই নাজিম উদ্দীন জানায়, জমিনের বিভিন্ন দাগ নং ও উপযুক্ত সাক্ষীগণের মাধ্যমিক তাহা মাস্টার ওমর হাকিমের জায়গা প্রমাণিত হওয়ায় আমরা তাদেরকে দখলকৃত জমি উদ্ধার করে বুঝিয়ে দিয়েছি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com