মিজানুর রহমান মিজান::কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি জনপদ ঢালাপথে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৩ জুলাই দুপুর সোয়া ১২টারদিকে উপজেলার হোয়াইক্যং ঢালাপথ দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল হোয়াইক্যং ঢালাপথের চেকপোস্টে সন্দেহভাজন এক নারীকে দাড়ানোর জন্য বললে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ব্লক-জি এর বাসিন্দা মৃত হায়দর আলীর মেয়ে হাছিনা (২৮) কে আটক করে। এরপর স্বাক্ষীদের উপস্থিতিতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক পাচারকারী নারিকে সংশ্লিষ্ট আইনে মামলঅ দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com