মোঃ নুরুল হক সিকদার::কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী সহ দুজন কে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি ব্লাংক চেক, একটি স্বাক্ষরকৃত ছয়লক্ষ টাকার ব্যাংক চেক, ০৩ টি এটিএম কার্ড,স্বাক্ষরকৃত ০২ টি ব্লাংক স্ট্যাম্প ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ০৮ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকার মৃত নজির আহম্মদ চৌধুরীর ছেলে নুরুল আবছার চৌধুরী (৩৫) ও অপর জন একই এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে নুরুল আলম চৌধুরী (৫১)।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com