"আমার দেশ"
?_____এ কে এম কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার মা, আমার মাটি, আমার দেশ!
আহ! কি সুন্দর রূপে- ভরপুর,
মাঠে ভরা হরেক-রকম সোনালী ফসল
রূপের রাণী প্রিয় স্বদেশ মোর।
যুদ্ধ- করে করলো স্বাধীন আমার দেশ
বাংলা মায়ের দামাল ছেলেরা,
হৃদয় ভরে শ্রদ্ধা জানাই সর্ব যোদ্ধা'কে
দেশের স্বাধীনতা এনেছে যারা।
চারদিকে গাছ-গাছালি পাখ-পাখালি
দেখতে সে প্রকৃষ্ট ছবির মতো,
আকাশ- কোনে সূর্য হাসে ঝিলিমিলি
আলো ছড়িয়ে আপন মতো।
বৈশাখের অই রোদ রোদেলায়, বটের
তলে রাখাল বসে বাঁশি বাজায়,
শরৎকালে মেঘের বেলায় ইচ্ছে মনে
দূর আকাশে সুখে ঘুড়ি উড়ায়।
ফাগুন হাওয়ায় ফুলের মলয়, নির্মল
ভাবে অনহঙকৃত সুবাস ছড়ায়,
রংধনুর ঐ রঙের মেলায় কৃষাণীর ঐ
মিষ্টি হাসি সর্বাঙ্গে আনন্দ পায়।
সারি সারি নিসর্গজ'গিরি তথা আছে
হরেক-রকম ফলের- মলয়,
জেলেরা জাল ছড়িয়ে, আহরণ করে
মৎস্য, খালবিল নদী-নালায়।
আমার- মাতৃভূমি সবুজ শ্যামল দেশ
যেথায় আমার জন্ম ও বসত,
মোর প্রাণ বাজি রেখে, মা' মাটি' দেশ'
রক্ষার, করলাম আমি শপথ।
____________________________________
#তারিখঃ- ১৫/০৭/২০২০ ইং --
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ, পুলিশ সদস্য।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com