গত ১০জুলাই ২০২০ইং ইনানী নিউজ ডটকম নামের একটি নিউজ পোর্টাল সহ বেশ কয়েকটি পোর্টালে ”
সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার টেকনাফের সাংবাদিক ইয়াছিন আরফাত “ সংবাদ টি আমাদে দৃষ্টি গোচর হয়েছে। সেকানে গিয়াস উদ্দীন, মিজানুর রহমান, বোরহান উদ্দিন সহ আমাদের জড়িয়ে যা লিখা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন। আমরা ৩ সহোদর এলাকার সহজ সরল ছেলে।আমরা কোন দিন কোন রাষ্ট্র বা সমাজ বিরোধী কাজ করিনি বা জড়িত ছিলাম না। আমরা আমাদের কর্ম নিয়ে যখন সংসারের হাল ধরে চলছি, এমতাবস্থায় আমার এলাকার পূর্ব শত্রুতার জের ধরে এবং আমাদের কে সমাজ ও রাষ্ট্রের কাছে কলঙ্কিত করার জন্য ওই সংবাদে যা উল্লেখ করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত। মুলত তিনি ঐ সব অপকর্মে জড়িত।যা প্রশাসন তদন্ত করে ওই অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেছেন এতে আমাদের করার কিছু নাই। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দ ও প্রতিবাদ জানায়। আগামীতে এলাকায় এসে যাচাই-বাছাই করে নিউজ করার জন্য সাংবাদিক ভাইদের কে বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদ কারি
নাম- গিয়াস উদ্দীন,মিজানুর রহমান, বোরহান উদ্দিন (প্রকাশ আম্মুনি)।সর্ব সাং
পিতা- গুরামিয়া
রংগীখালী, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply