নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের উপর ন্যাক্কার জনক হামলার ঘটনার মুলহুতা মোহাম্মদ ফায়সালকে আটক করছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।সেই মামলার ২ নং আসামি।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১.০০ টার দিকে ইন্সপেক্টর লিয়াকত আলীর নির্দেশনায় এএসআই জহিরের নেতৃত্বে একদল পুলিশ বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে তাকে আটক করে।
উল্লেখ্য,গত ৭ মে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বাহারছড়া উত্তর শীল খালী এলাকার মৃত জাফর আলমের দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সলিম উল্লাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজ উল্লাহ পাশ্ববর্তী মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হন।মসজিদ থেকে বের হওয়ায় সাথে সাথেই স্থানীয় সোনা আলী মেম্বারের ছেলে ফায়সালের নেতৃত্বে ১০/১২ জন দুবৃত্ত তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করেন।এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ৩২ হাজার টাকা দামের একটি মোবাইল সেটও লুট করা হয়।এঘটনায় আহত সলিম উল্লাহ বাদী হয়ে জড়িত ১১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করা হয়। টেকনাফ থানার মামলা নং-২২, জিআর মামলা নং-৪০৩। তাং-৭/৫/২০২০ইং। এছাড়া চট্টগ্রাম চকবাজার থানা ৬(৩)১৮ ও টেকনাফ মডেল থানায় জিআর ৪৪৬/২০ আরেকটি মামালা রয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী,মামালার ২নং আসামি মোহাম্মদ ফয়সালের আটকের বিষয়টি নিশ্চিত করেন,পরবর্তীতে টেকনাফ মডেল থানার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com