আমিনুল ইসলাম::নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)
সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ২০ হাজার ৩২৫ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্তরে বন বিভাগের সহায়তায় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে এ কর্মসূচী।
উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ তোসাদেক হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন বিভাগ সূত্র জানান প্রথম দিনে সদর মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আদর্শ গ্রাম সরকারি, প্রাথমিক বিদ্যালয়,চাকঢালা উচ্চ বিদ্যালয়,সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশারতলী দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ চারা বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com