পেকুয়া প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় আবুল হোছাইন (৫৫) নামের এক ইমামকে পিটিয়ে জখম করেছে মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমের নেতৃত্বে ১০/১৫ জন দেশীয় অস্ত্রধারী।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১.৪৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এঘটনায় ইমাম আবুল হোছাইনের ছেলে মিনহাজ উদ্দিন (১৭)কে কুপিয়ে গুরুতর জখম করেছে
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আবুল হোছাইন সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়ার মৃত ফয়েজ আহমেদের পুত্র ও ফরিদুল আলম একই এলাকার মৃত হাজী জাফর আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ইমাম আবুল হোছাইন মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমকে তাঁর বকেয়া বেতন ও মসজিদের চাঁদা পরিশোধের কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের নেতৃত্বে রফিকুল ইসলাম, মো. শাকিল, হারুনুর রশিদ, মো. সেলিম, রিদুয়ান, মিজবাহসহ আরও ৮/১০ জনসহ দেশীয় অস্ত্র নিয়ে ইমাম ও তাঁর ছেলের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ইমামকে পিটিয়ে আহত করার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com