সাইদুল ইসলাম ফরহাদ: হোয়াইক্যং, টেকনাফ
গায়ের জোরে আব্দুর রহমান কোম্পানি কবর স্থান দখল ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশংকা করছে স্হানীয় এলাকাবাসীর মধ্যে।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নংওয়ার্ড কুতুবদিয়া পাড়ায় কবর স্থানের মাটি কেটে জমি দখল করে নিচ্ছেন এক প্রভাবশালী চক্র। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা। মসজিদ পরিচালনা কমিটির শত চেষ্টা করেও আবদুর রহমান কোম্পানিকে থামানো যাচ্ছেনা। শুধু কবরস্থান নয়, ববং "জাদী মোরা"নামক বড় পাহাড়টি কেটে চাষের জমি বানাচ্ছে। অথচ পাহাড় কাটা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করেছেন সরকার। পাহাড় কাটার পাশাপাশি গুরুস্থানের মাটি কেটে জায়গা দখলের চেষ্টাও চালাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি। ওনার চাষ করার জমির পাশের কবরস্থানের প্রায় ৩-৪টি কবর উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এলাকাবাসী।
কবর স্থানের পাশে আবদুর রহমান কোম্পানির পর্যাপ্ত জায়গা থাকার সত্ত্বেও অনৈতিকভাবে ও বিনা অনুমতিতে কবর উচ্ছেদ ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন অনেকেই। কবরস্থান দখল হওয়া নিয়ে এলাকায় তমুল উত্তেজনা বিরাজের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা, অঘটন ও প্রানহানির আশংকা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ।
এ ঘটনা কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদ পরিচলনা কমিটির সদস্যরা কাজ স্থাগিত রাখার চেষ্টা করেও কোন লাভ হয়নি। ক্ষমতার অপব্যবহার করে তার পরও মাটি খাটাঁ স্থাগিত অব্যাহত রেখেছেন আবদুর রহমান কোম্পানি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আবদু রহমানের চাষ করার জন্য নির্দিষ্ট অনেক জায়গা রয়েছে। সেই জায়গায় চাষ না করে ঐ মহল ষড়যন্ত্র করে রাতের আঁধারে কবর স্থান সহ পাড়ারী জমি গুলো দখল করেছেন।
এই বিষয়ে আবদুর রহমান কোম্পানি থেকে জানতে চাইলে সেই মুখ খুলতে রাজি হয়নি। কবর স্থানের জমি গুলো যদি এভাবেই দখল হতে থাকে তাহলে ভবিষ্যতে কবর স্থান ঠিকে থাকবে না বলে জানান এলাকাবাসী।
কুতুবদিয়া পাড়ার মসজিদ পরিচলনা কমিটির সভাপতি প্রশাসনের সহোযোগিতা কামনা করে বলেন, অধিক পরিমাণের সম্পদ থাকার পরেও তিনি কবরস্থানের জায়গা নিয়ে টানাহেঁচড়া শুরু করেছেন। এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ সাহস করে কথা না বলায় যেমন ইচ্ছে তাই করে যাচ্ছে আব্দুর রহমান। সার্বজনিন ভাবে এটা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের জুরুরি সহযোগিতা কামনা করেছেন। মসজিদ পরিচালনা কমিটি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com