আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে এন,জেড একতা এনজিও এর উদ্যোগে উপজেলার বাইশারী ও সোনাইছড়ি ইউনিয়নের উপকার ভোগী খামারীদের মাঝে উন্নত জাতের (পাঠা) ছাগল বিতরণ অনুষ্টিত হয় ৷
২০ জুলাই (সোমবার) সকল সাড়ে ১২টায় সোমবার বি,এল,আর আই কার্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা মো,সাদ্দাম হোসেনের উপস্থিতিতে বাইশারী ইউনিয়নের খামারী আয়েশা বেগম এবং সোনাইছড়ি ইউনিয়নের মাইও চাকমাকে দু,টি উন্নত জাতের (পাঠা) ছাগল বিতরণ করা হয়।
এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এন,জেড একতা প্রকল্প সমন্বয়ক (ই,এফ,এস,এন) মো, হেলাল উদ্দীন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, মনিটরিং ও রিপোর্টিং অফিসার বাচিং চাক্ প্রমূখ।
আর এদিকে, ছাগল পালন বিষয়ক অনুষ্ঠানে মো, হেলাল উদ্দীন জানান, ওই দুই ইউনিয়নের এলাকা গুলোতে উন্নত জাতের পাঠা ছাগলের প্রজ্জন (ক্রস) মাধ্যমে উন্নত জাতের ছাগল বিস্তারে লক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত উপকার ভোগীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com