নাছির উদ্দীন /আরাফাত ছানি /শেখ রাসেল
এখনো বিশ্ব আতংকিত করোনা ভাইরাস আক্রমণের পরিস্থিতি নিয়ে। মাতৃভূমি বাংলাদেশে ও এর থাবায় ক্ষত বিক্ষত। কিন্তুু এর মধ্য পুরোদেশে সিংহভাগ মানুষ কর্ম হীন হয়ে পড়েছে। তারি মধ্যে ভাবতে আরো অভাগ লাগে হতদারিদ্র জনসাধারনের কথা, যারা দু মোট যোগানদিতে না পারলে উপসের পর উপস হয় তাদের ঠিকানা। তাহাদের কথা বিবেচনা করে সীমান্তে বসবাস কারি হতদারিদ্র সংসারে কিছুটা হলে যোগান দেয়ার জন্য টেকনাফ (২বিজিবি)ব্যাটালিয়ন হোয়াইক্যং ও হ্নীলা বিওপিস্ত সীমান্তবর্তী এলাকার মহিলা কে সেলাই মেশিন প্রদান করেন টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খানঁ। এ অনুষ্ঠান ২১ জুলাই দ্বৈত স্থান হোয়াইক্যং আলহাজ আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ও লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফয়সাল হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার জন্য টেকনাফ 2 বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, কোন মাদক ও অস্ত্রধারী কে আমরা ছাড় দিচ্ছে না। কিন্তুু পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, তাই আমরা উদ্যোগ নিয়েছি। মাদক চোরাচালানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে একবিন্দু পিছপা হচ্ছি না আমরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com