মোঃ আলমগীর টেকনাফ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩০০০ অসহায় গরীব পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির ভিজিএফ চাউল বিতরণ করা হশ। বুধবার ২২ জুলাই সকালে পৌরসভা মিলনায়তনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
মেয়র হাজ্বী ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের দুঃস্থ ও গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কর্মসুচির আওতায় পর্যাপ্ত ভিজিএফ চাউল বরাদ্দ দিয়েছেন। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরীব মানুষের মাঝে চাউল বিতরণ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, ইন্জিনিয়ার পরাক্রম চাকমা, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোঃ ইসলাম আরো বলেন, নির্বাচনের সময় পৌরবাসির কাছে আমার প্রতিশ্রুতি ছিল, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টেকনাফ পৌরসভাকে একটি স্বপ্নের মেগাসিটি হিসেবে রূপান্তর করবো। পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন, নৌকার প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করেছেন। আমি জনগনের আস্থার প্রতিদান দিতে শপথ গ্রহণের পরদিন থেকে পৌরবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরণের সেবা নিশ্চিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি।
মেয়র হাজ্বী ইসলাম বলেন, বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হবার পর থেকে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়নে প্রতিটি এলাকাকে সাজাচ্ছেন। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের গরীব ও দু:স্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দের ভিজিএফ ও ভিজিডি চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়াও পৌরসভার মাধ্যমে প্রতিটি গরীব পরিবারের সকলধরণের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com