টেকনাফ ৭১ ডেস্ক::
'ঈদুল আযহা'
রেজাউল করিম রেজা
পবিত্র ঈদুল ফিতরের পরে
কোরবানীর ঈদ আসে,
সবার মনে খুশির ঝিলিক
আনন্দ উল্লাসে।
করোনা কালে ঈদুল আযহা
হচ্ছে দেশে পালন,
গ্রাম শহরে কোরবানির জন্য
করছে পশু লালন।
ঈদের নামায হবে যখন শেষ
করবে পশু জবাই,
গোস্ত নিয়ে ভাগা ভাগি
করবে মুসলিম সবাই।
ছেলে মেয়ে খোকা খুকি
পড়বে নতুন জামা,
দাদা দাদী, নানা নানী
থাকবে খুশি মাখা।
মা,খালা, গোস্ত রান্নায়
ব্যাস্ত হয়ে যাবে,
চালের রুটি তৈরি করে
গোস্তের সাথে খাবে।
৩০সমাপ্ত/২১ই জুলাই ২০২০ইং]
----------------------------------------------
লেখকঃ রেজাউল করিম রেজা
[হ্নীলা,টেকনাফ,কক্সবাজার]
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com