টেকনাফ ৭১ ডেস্ক
মোঃ আরাফাত সানি::কক্সবাজার টেকনাফে র্যাবের সাথে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।
জানা য়ায়, ২২ জুলাই (বুধবার) গভীর রাত ২টার দিকে টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে।
সেই তথ্য অনুযায়ী র্যাবের একটি চৌকষ দল অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
র্যাবের দাবি, নিহত রশিদ উল্লাহ ডাকাত দলের সক্রীয় সদস্য।সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত শফির ছেলে।
র্যাব ১৫ এর টেকনাফে দায়িত্বরত বিমান চন্দ্র কর্মকার বলেন, র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪নং ব্রীজ সংলগ্ন পাহাড়ী এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ দল উপরোক্ত স্থানে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।নিজেদের জান-মাল রক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে।একপর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ ডাকাত রশিদ উল্লাহ।পরে রশিদ উল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ২টি এলজি অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com