টেকনাফ ৭১ডেস্ক,
কক্সবাজার প্রতিনিধি::
বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুর আশ্রয়ণ প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে নির্মিত হয়েছে। আগামীকাল ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার জানিয়েছেন, ২৫৩ একর জমির প্রকল্পে ১২০টি বহুতল বিশিষ্ট ভবন নির্মিত হবে। প্রকল্পে পূনর্বাসন করা হচ্ছে চার হাজারের বেশী পরিবার। সেনাবাহিনী ইতিমধ্যে ২০টি বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ করেছে। নির্মিত ২০টি অত্যাধুনিক ভবনের নাম প্রধানমন্ত্রী নিজ হাতে লিখে নামকরণ করেছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা যেন ক্রমশঃ বেড়েই চলেছে। আবহমান বাংলার প্রকৃতি এবং কক্সবাজারের নানা স্থান নিয়েই প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা নামগুলো হচ্ছে, সাম্পান, কেওড়া, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনাহেনা, কামিনী, গুলমোহর, গোলাপ, সোনালী, নীলাম্বরী, ঝিনুক, কোরাল, মুক্তা, প্রবাল, সোপান, মনখালী, শনখালী, দোলনচাঁপা , ইনানী, ও বাঁকখালী।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, সকাল ১০ টা ৫০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই প্রধানমন্ত্রী নির্মিত ২০টি ভবন শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং ১৯ জন উপকারভোগীদের মাঝে বসতঘরের চাবি হস্তান্তর করবেন। এসময় খুরুশকূল প্রান্তে ৩ জন উপকারভোগী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পস্থলে রোপন করা হবে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা। বেলা ১১টা ২০ মিনিটে অনুষ্ঠান উপলক্ষ্যে মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
এদিকে খুরুশকূল প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সঞ্চালনায় ৩ জন উপকারভোগী অনুভূতি প্রকাশ, সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইন উল্লাহ চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিবর্গ কথা বলবেন। বেলা পৌনে ১২ টায় প্রধানমন্ত্রীর নিকট বিশেষ আশ্রয়ণ প্রকল্পের স্মারক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
জেলা প্রশাসন সূত্র আরও জানিয়েছে, খুরুশকূলে বিশেষ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ২০টি ভবন নির্মিত হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে ৩২টি করে ইউনিট। নির্মিত এসব ভবনে আশ্রয় পাবে ৬৪০টি পরিবার।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com