মাইন উদ্দিন: নোয়াখালী
গত ১১/০৭/২০২০ইং তারিখে বিভিন্ন অনলাইন নিউজে প্রকাশিত সংবাদ ভুল ও ভিত্তিহিন।
প্রকাশিত সংবাদে বাদিনির নাম উল্লেখ করা হয়েছে চদ্দনাম (নাদিয়া)১৯ প্রকৃত হলো শারমিন আক্তার (পপি) ৩৫
জামাল শুভর সাথে পপির গত চার বছর যাবত প্রেমের সম্পর্ক। নুরল হক টিটু জামাল শুভর ভালো বন্ধু। সে সুবাদে একটি মহল নুরুল হক (টিটু) কে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রকাশিত সংবাদে টিটুর নাম প্রকাশ করে।
প্রকৃত পক্ষে নুরুল হক টিটু উক্ত ঘটনার সম্পকৃক্ত ছিলোনা।নুরল হক টিটু সবেক, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরিরত। এবং খোঁজ নিয়ে দেখা যায় উক্ত ঘটনার দিন টিটু অফিসিয়াল কাজে কর্মতর ছিলেন। এবং বাদিনি কে নিয়ে গত ২৫/০৭/২০২০ ইং তারিখে সামাজিক ভাবে চর আমান উল্যাহ ইউনিয়নে চেয়ারম্যান ও সামজিক মান্যগন্য ব্যাক্তিবর্গের সামনে মৌখিক ও লিখিত ভাবে স্বীকারোক্তি দেন যে টিটুর সাথে বাদিনির কোন রকম যোগাযোগ বা সম্পর্ক ছিলোনা এবং নেই। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও উপস্থিত ব্যক্তি গণরা টেকনাফ ৭১ এর সংবাদপত্রের প্রতিনিধি কে বিষয়টি নিচ্ছিত করেন। এবং উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি প্রমাণিত হয়েছে যে নুরুল হক টিটু সম্পুর্ন নির্দোষ ও তাহার বিরুদ্ধে চরজাব্বার থানায় আনিত অভিযোগ চেয়ারম্যান এর উপস্থিতিতে তুলে নিয়েছেন বাদিনি ও তার পরিবারের লোকজন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com