আবু সুফিয়ান,(টেকনাফ)
কক্সবাজারে টেকনাফে মারোত এর লাগাতার ১১১ দিনের খাবার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
মানসিক রোগিদের তহবিল (মারোত) এর ১১১ তম দিবসের কার্যক্রম আজ ২৬/০৭/২০২০ ইং তারিখ রোজ রবিবার রান্না করা খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকা মানসিক রোগীদের মাঝে বিতরণ করার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
করোনাকালীন লকডাউন শিথিল হওয়ায় আজ ১১১ তম দিনের বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করার লক্ষ্যে মারোতের কেন্দ্রীয় কমিটি অফিস হাকিম আলীমার্কেটে এক মতবিনিময় সভা সংঘটনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল উপদেষ্টা গ্রাঃডাঃ জয় শংকর নাথ, উপদেষ্টা সাইফুল হাকিম। মারোত সাধারণ সম্পাদক রাজু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংঘটনের সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন ভূঁইয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী , মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, কামাল হোসেন, হারুন অর রশিদ, একরাম, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, চিকিৎসা সম্পাদক গ্রাঃ ডাঃ কৃষ্ণ চন্দ্র নাথ, মুন্না প্রমুখ। সভায় বক্তারা বলেন "আলহামদুলিল্লাহ আমরা করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং যারা ধারাবাহিকভাবে মানবিক তহবিলে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন , সকলের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যে সকল মিডিয়াকর্মীগণ মারোতের খবর প্রচার প্রসার করে দেশ/বিদেশে পরিচিত করেছে তাদেরকে ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি"। আমরা সংগঠনের সদস্য ভাইদের মাধ্যমে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়ন, সাবরাং বাজার ও নয়া পাড়া এলাকায় করোনাকালীন লকডাউনের ১১১ দিন পর্যন্ত প্রতিদিন অর্ধশতাধিক অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা এই অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোর কাছে গিয়ে তৈরী খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দিবেন।
আলহামদুলিল্লাহ..........বক্তারা আরো বলেন আমাদের কার্যক্রম একেবারে বন্ধ হচ্ছে না, কিন্তু কোন কোন বিশেষ দিবস, কারো ইছালে ছাওয়াব, বিভিন্ন বার্ষিকী উদযাপন, জাতীয় দিবস, ধর্মীয় উৎসব সমূহে খাবার বিতরণ সহ সেবামূলক কার্যক্রমে সবসময় সম্পৃক্ত থাকবে মারোত। মানসিক রোগীর সেবায় সব ধরনের কার্যক্রম চালু থাকবে। তারা এমন মহৎকাজে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। উল্লেখ্য গত ২৫ মার্চ থেকে করোনার ভয়াবহতা ও লকডাউনের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের নেতৃত্বে মারোতের খাদ্য বিতরণ কর্মসূচীর তহবিল গঠন করা হয়। তাহার ধারাবাহিকতায় আজ ১১১ তম দিন পর্যন্ত দৈনিক ৫১ জন থেকে ১০১ জন মানসিক রোগীর মাঝে তৈরি করা খাবার বিতরণ করে। খরচ করা হয় প্রায় ( ৫১ জন× ১১১ দিন × ১৫০ টাকা) ৮'৪৯'১৫০ আট লক্ষ উনপঞ্চাশ হাজার একশত পঞ্চাশ আনুমানিক। সভা শেষে মানসিক রোগীদের মাঝে তৈরি করা খাবার বিতরণ এর মাধ্যমে সংঘটন এর সভাপতি আবু সুফিয়ান চলমান কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করেন ও সকল সেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী এবং দাতাবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । সকলের সুস্বাস্থ্য কামনা করে কর্মসূচির ইতি টানা হয়।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com