নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
টেকনাফে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানকে গাছের চারা বিতরণ করেছেন টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল ইসলাম ও রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আশিক আহাম্মদ। ২৮ জুলাই সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে উক্ত চারা গুলো তুলেদেন।এ সময় নুরুল আবছার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশক্রমে টেকনাফ বন বিভাগের সহযোগিতায় ২০,৩৮৫টি বনজ ও ফলজ গাচের চারা দিয়েছি। যা মুক্তিযুদ্ধের অবদান ও গৌরব তুলে ধরার জন্য পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারে। আর প্রতিষ্ঠানের প্রধানেরা যেন চারাগুলি যত্নসহকারে রোপন করে। রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক বলেন, মুজিব বর্ষ উপলক্ষে যে সমস্ত গাছের চারা বিতরণ করা হয়েছে তার প্রতিটি বৃক্ষ বঙ্গবন্ধু স্মারক বৃক্ষ। গাছ মানুষের জীবনের জন্য অনেক উপকারী, তাই আমি অনুরোধ জানাবো প্রতিটি গাচ যেন যত্নসহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com