টেকনাফ ৭১ ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টেকনাফ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়েব ডেভেলপার ও গ্রাফিক্স ডিজাইনার “আবদুর রহমান আজাদ।
আগামী ০১ আগষ্ট ২০২০ইং রোজ শনিবার “পবিত্র ঈদুল আযহা”। সকল ফ্রিল্যান্সার, কম্পিউটার অপারেটর, ফটো সাংবাদিক, ভিডিও এডিটর, ইউটিউবার এবং সকল ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা (পুরুষ ও মহিলা) ও সকল মুসলিমকে জানাই ঈদুল-উল-আযহার শুভেচ্ছা ও অভিন্দন। সকলের স্বরনার্থে জানাই ঈদের দিনে সকাল বেলা গোসল দিয়ে নতুন কাপড় পরিধান ও সুগন্ধি লাগিয়ে দুরত্ব বজায় রেখে সবাই মাস্ক পরিধান করে ঈদের ময়দানে যাবেন। ঈদের নামাজ শেষে কুরবানী দিয়ে পিতা,মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন ও স্বজনদের নিয়ে আনন্দ করতে ভুলবেন না। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষ্যে করোনায় নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে,মাস্ক পরিধান করে,সচেতন হয়ে,ঘরে অবস্হান করে ঈদ উৎযাপনে সকলকে অনুরোধ জানায়।
এই পবিত্র দিনে ত্যাগের মহিমায় উজ্জল ঈদুল আযহার দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে,গরীব দুঃখীদের পাশে দাঁড়াই। পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধ ঈদ মোবারক।
শুভেচ্ছাস্তে:-
আবদুর রহমান আজাদ
ওয়েব ডেভেলপার ও গ্রাফিক্স ডিজাইনার
ই-মেইল :freelancerazad20@gmail.com
Leave a Reply