বিশেষ প্রতিনিধি
হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যা ঘোনার দির্ঘ দিনের জনগণের চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ফাইসাল বাহিনীর বিরুদ্ধে। এ জন্য এলাকা বাসীর মধ্যে দেখা দিয়েছেন মিশ্র প্রতিকৃয়া। যে কোন সময় গ্রাম বাসী ও ফাইসাল বাহীনির মধ্যে বড় ধরনের সংঘাত সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকা বাসী । এলাকার কয়েক জন মুরব্বি জানায়, ঐ রাস্তাটি আমাদের বাব / দাদার আমল থেকে আমরা ব্যবহার করে আসছি।কিন্তুু ফাইসাল বাহিনীর অবৈধ টাকার গরমে এখন সেই রাস্তাটি কেটে ফেলেছেন। এ বিষয়ে আমরা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। অন্য দিকে রাস্তার জমি দাতা মৃত সোনা আলীর পুত্র ও কমিউনিটি পুলিশ
ফোরামের ১নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম বলেন, ১৯৯৮ ইং হতে ওজির আলীর কাছ থেকে ক্রয় করা এ জমিটি আমার । গ্রামের জনসাধারণের চলাচলের অসুবিধা হওয়ায় মানবতার সার্থে একটি রাস্তা করেদি। সে রাস্তা আরো বড় হওয়ার জন্য কিছু মাঠি দিয়ে ভরাট করেদি। তাতে ফাইসাল বাহিনী ঈর্ষান্বিত হয়ে তা কেটে ফেলে এবং অমাদের অমার্জিত ভাষায় গালি গালাজ করেন। শফিকের দাবি অবশ্যই ফাইসাল মাদক ব্যবসায়ী। অনতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। ১নং ওয়ার্ডের মেম্বার বশির আহাম্মদ জানায়, উভয় পক্ষের মধ্যে রাস্তানিয়ে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে এমন কথা আমি শুনেছি, কিন্তুু কোন পক্ষ আমার কাছে ঐ বিষয়টি অবগত করেনি। এ বিষয়ে অভিযুক্ত ফাইসাল বাহিনীর সাথে যোগাযোগ করলে তাহার পক্ষ হতে স্ত্রী পারভিন আক্তার জানায়, এ জমি টি আমাদের এ নিয়ে টেকনাফ মডেল থানায় রাস্তার বিষয়ে একটি বিচার দিয়েছি যা স্থগিত হয়ে আছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com