নিজস্ব প্রতিবেদক:-
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আলোচিত ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে র্যাব সূত্রে জানা গেছে। এই ৭ আসামির মধ্যে হত্যামামলার প্রধান আসামি বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীও রয়েছেন।
র্যাব বলছে, সকালের দিকেই আসামিদের কারাগার থেকে র্যাব ১৫ কার্যালয়ে আনা হয়েছে। দুপুর থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
এর আগে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া বহুল আলোচিত সমালোচিত ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com